Thursday 30 June 2016

টেকনাফ থেকে ফিরে: দুটো আলাদা স্বাধীন দেশ। কিন্তু এক দেশ থেকে আরেক দেশে প্রবেশে লাগে না কোনো পাসপোর্ট। শুধু নিজ দেশের ইমিগ্রেশন দপ্তর থেকে দেওয়া বর্ডার পাসটা দেখালেই হবে। ওই দেশে প্রবেশে আর কোনো বাধা নেই। তবে এক দেশ থেকে আরেক দেশ সফরের অনুমতি পেতে খরচ করতে হবে মাত্র ৫০ টাকা!

বলছিলাম, বাংলাদেশ ও মিয়ানমারের কথা। নাফ নদীর ওপর দিয়ে এই দুদেশের মানুষ বর্ডার পাসের মাধ্যমে বৈধভাবে যাতায়াত করে সপ্তাহের সাতদিনই। ১৯৮৫ সালের বাংলাদেশ-মিয়ানমার সাধারণ ব্যবসা চুক্তি অনুযায়ী এটি হয়ে আসছে।

ব্যায়াম এর কিছু গুরুত্বপূর্ণ দৃশ্য বা নিয়মাবলী- আশা করি উপকারে লাগবে