Sunday 24 April 2016

জানতে হবে জানাতে হবে


প্রশ্নঃ ইন্টারনেটের জনক কে ?
উত্তরঃ ভিনটন জি কার্ফ
 

প্রশ্নঃ WWW এর অর্থ কি?
উত্তরঃ World Wide Web.
 

প্রশ্নঃ WWW এর জনক কে ?
উত্তরঃ টিম বার্নাস লি
 

প্রশ্নঃ -মেইল এর জনক কে?
উত্তরঃ রে টমলি সন।
 

প্রশ্নঃ ইন্টারনেট সার্চইঞ্জিনেরজনক কে?
উত্তরঃ এলান এমটাজ

গুগল থেকে ফ্রিতে নিয়ে নিন আপনার যে কোন সফটওয়্যারের সিরিয়াল নাম্বার



আমরা সবাই বিভিন্ন সফটওয়্যার ব্যবহার করি। কিছু কিছু সফটওয়্যার সিরিয়াল কি চায়, আবার কিছু কিছু চায় না। আবার দেখা যায় কিছু কিছু সফটওয়্যারের ট্রায়াল ভার্সন আছে আপনার কাছে, কিন্তু নেই তার সিরিয়াল কী। এখন তো তাহলে মহা সমস্যা। সিরিয়াল কী ছাড়া তো কাজ করা যাচ্ছে না। তাহলে উপায়? উপায় অবশ্যই আছে। আপনার এই সমস্যার সমাধান দিচ্ছে বিশ্ব বিখ্যাত সার্চ ইঞ্জিন গুগল। গুগল আপনাকে দিচ্ছে যে কোন সফটওয়্যারের সিরিয়াল কি একদম ফ্রি ফ্রি ফ্রি। ফলে আপনি খুব সহজেই পেয়ে যাচ্ছেআপনার কাঙ্খিত সফটওয়্যারের সিরিয়াল। আর আপনাকে কষ্ট করতে হবে না সিরিয়াল কী এর জন্য। এবার ভুলে যান আপনার সিরিয়াল কী, কীজেন, প্যাচ, ক্রাক ইত্যাদি। এবার চলুন সিরিয়াল কী, কীজেন, প্যাচ, ক্রাক এর জন্য চলে যাই গুগলে

এবার ধাপ অনুসরণ করুনঃ

প্রথমে গুগল সার্চে যান।
 
সার্চ বক্সে নিচের কোডটি লিখে এন্টার করুনঃ 94FBR
 
এবার সার্চ বক্সে আপনার কাঙ্খিত সফটওয়্যারের নাম এক স্পেস রেখে 94FBR লিখে সার্চ দিন। 
যেমন- Office 94FBR
 
দেখবেন আপনার সফটওয়্যারটির সিরিয়াল কী, কীজেন, প্যাচ, ক্রাক চলে এসেছে।
 
তবে এটি একটি সাধারণ টিপস এই আর কি